সম্পত্তি নিয়ে বিরোধে ছেলের বিরুদ্ধে মা’কে গুলি করে হত্যার অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামে পটিয়া উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের জেসমিন আক্তার (৫২) পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার দুপুরের দিকে সম্পত্তির জেরে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাবেক মেয়র শামসুল আলমের নামে থাকা অগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে ছেলে মাইনুল। এতে মাথায় গুলি লেগে নিহত হন জেসমিন আক্তার।'

ওসি আরও বলেন, 'ঘটনার পর থেকেই ছেলে পলাতক, পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।'

স্থানীয়রা জানান, সাবেক মেয়র শামসুল আলম মাস্টার গত ১৩ জুলাই মৃত্যুবরণ করেন। তার ২ ছেলে ১ মেয়ে। তার মৃত্যুর পর সম্পত্তি এবং ব্যাংকে থাকা জামানত নিয়ে মায়ের সঙ্গে বিরোধে জড়ায় ছেলে মাইনুল।

ওসি রেজাউল জানান, পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তাকে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানা যাবে।

Comments