চট্টগ্রামে ‘সাবেক’ যুবলীগ কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগের সাবেক এক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম মোহাম্মদ হাসান (৩৫)। তিনি নোয়াপাড়া চৌধুরী হাট এলাকার বাসিন্দা বলে জানান পুলিশ ও স্থানীয়রা।

হাসানের স্ত্রী ঝিনু আক্তারের ভাষ্য, তার স্বামী একসময় যুবলীগ কর্মী ছিলেন। বেশ কয়েক বছর আগেই তিনি রাজনীতি ছেড়ে দেন বলেও জানান দুই শিশু সন্তানের মা ঝিনু।

তিনি বলেন, 'বুধবার রাতে আমার স্বামী বাড়িতেই ছিলেন। রাত ১০টার দিকে প্রায় ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তাকে বাইরে ডেকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পরও বাড়ি ফিরে না আসায় আমরা খুঁজতে গিয়ে চৌধুরী হাট বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে অজ্ঞান অবস্থায় পাই। তাকে উদ্ধার করে নোয়াপাড়ায় একটি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে ওই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান যে তিনি মারা গেছেন।'

হাসানের মাথা এবং সারা শরীরে মারধরের আঘাতের চিহ্ন ছিল বলে জানান তার স্ত্রী ঝিনু আক্তার।

যোগাযোগ করা হলে চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলামের তিনি বলেন, ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে।

জিজ্ঞাসা করা হলে ঝিনু আক্তার বলেন, এই ঘটনার বিষয়ে তারা মামলা করতে আগ্রহী নন। তিনি বলেন, 'মামলা করে আমরা কী পাব? আমি কি আমার স্বামীকে ফিরে পাব?'

এসপি সাইফুল বলেন, পরিবার মামলা করুক বা না করুক, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago