শিশু ধর্ষণের অভিযোগে অবসরপ্রাপ্ত রেল কর্মচারী জেলহাজতে

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

লালমনিরহাট পৌরসভায় শিশু ধর্ষণের অভিযোগে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মনতাজ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

শিশুর মা দ্য ডেইলি স্টারকে জানান, ২ বছর আগে তার স্বামী মারা যান। এরপর এক মেয়ে ও ৩ ছেলেকে নিয়ে দিনমজুরি করে সংসার চালিয়ে আসছিলেন তিনি। মনতাজ আলী নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন এবং একাধিকবার তার মেয়েকে ধর্ষণ করেছেন। ঘটনাটি কাউকে না জানাতে মনতাজ আলী মেয়েকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

ওসি এরশাদুল আলম জানান, অভিযুক্ত মনতাজ আলীকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই শিশুর জবানবন্দি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে শিশুটির মেডিকেল টেস্ট সম্পন্ন হবে।

Comments

The Daily Star  | English

'A staged drama'

14 parties boycott proclamation dialogue

1h ago