দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে রাশিয়া ও উত্তর কোরিয়া : পুতিন

২০১৯ সালে রাশিয়ায় বৈঠক করেন পুতিন ও কিম জং। ফাইল ছবি: রয়টার্স
২০১৯ সালে রাশিয়ায় বৈঠক করেন পুতিন ও কিম জং। ফাইল ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ ও গঠনমূলক উন্নয়নের জন্য দেশ দুটি সমন্বিত ভাবে কাজ করবে।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এই তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে কিমকে পাঠানো চিঠিতে পুতিন আরও জানান, ২ দেশের সম্পর্ক আরও গভীর হলে তা উভয়ের জন্যই উপকারী হবে এবং কোরিয়া দ্বীপপুঞ্জ ও এশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

২০১৯ সালে রাশিয়ায় বৈঠক করেন পুতিন ও কিম জং। ফাইল ছবি: রয়টার্স
২০১৯ সালে রাশিয়ায় বৈঠক করেন পুতিন ও কিম জং। ফাইল ছবি: রয়টার্স

কিম জংও পুতিনকে চিঠি পাঠিয়ে জানান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়লাভের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, বিশ্বযুদ্ধের সময় জাপান কোরিয়া দ্বীপপুঞ্জ দখল করেছিল।

চিঠিতে কিম আরও জানান, শত্রুভাবাপন্ন সামরিক শক্তিদের কাছ থেকে আসা হুমকি ও উসকানি ব্যর্থ করতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, সহায়তা ও একাত্মতা নতুন উচ্চতায় পৌঁছেছে। 'শত্রুভাবাপন্ন শক্তি' কারা, তা কেসিএনএ'র প্রতিবেদনে জানানো হয়নি, তবে সাধারণত উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝাতে এই শব্দটি ব্যবহার করে থাকে।

২০১৯ সালে বৈঠকের আগে পুতিনকে একটি তলোয়ার উপহার দেন কিম জং উন। ছবি: রয়টার্স
২০১৯ সালে বৈঠকের আগে পুতিনকে একটি তলোয়ার উপহার দেন কিম জং উন। ছবি: রয়টার্স

কিম জানান, ২০১৯ সালে রাশিয়ার সঙ্গে সাক্ষরিত চুক্তি অনুযায়ী ২ দেশের মধ্যে পারষ্পরিক সহযোগিতার পরিমাণ আগামীতে আরও বাড়বে।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর আগে রাশিয়া দেশটির উত্তরাঞ্চলের ২টি প্রদেশ দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশের মর্যাদা দেয়। জুলাইতে উত্তর কোরিয়াও এই ২ দেশকে স্বীকৃতি দেয়।

এ ঘটনার পর ইউক্রেন পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে।

২০১৯ সালে রাশিয়ায় বৈঠক করেন পুতিন ও কিম জং। ফাইল ছবি: রয়টার্স
২০১৯ সালে রাশিয়ায় বৈঠক করেন পুতিন ও কিম জং। ফাইল ছবি: রয়টার্স

পরবর্তীতে উত্তর কোরিয়ার কর্মকর্তারা এই অঞ্চলগুলোতে অবকাঠামো নির্মাণ ও অন্যান্য কাজের জন্য উত্তর কোরীয় শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করেন। 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago