পুতিনের বান্ধবী এলিনার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পুতিন ও এলিনা। ছবি: সংগৃহীত
পুতিন ও এলিনা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার অভিজাত নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র বিধিনিষেধ আরোপ করছে।

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, এলিনা মারাতোভনা কাবায়েভার ওপর গতকাল এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ট্রেজারি বিভাগ বিবৃতিতে বলে, 'রুশ সরকারের কোনো সংস্থার নেতা, কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পরিষদের সদস্য হওয়ায়' কাবায়েভার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।'

এতে আরও বলা হয়, 'পুতিনের সঙ্গে ৩৯ বছর বয়সী এলিনার "ঘনিষ্ঠ সম্পর্ক" আছে। তিনি রাশিয়ার নিম্নকক্ষ "দুমার" সাবেক সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান।'

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ইতোমধ্যে এলিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এলিনা ছাড়া আরও বেশ কয়েকজন রুশ অভিজাত পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে ট্রেজারি বিভাগ।

 

Comments