শিগগির ফিরছেন বাঁধন
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/08/14/294982715_3347372425542215_2158949805770517872_n.jpg)
রেহানা মরিয়ম নূর সিনেমায় অভিনয় করে দারুণ আলোচনায় আসেন আজমেরী হক বাঁধন। এরপর প্রথমবারের মতো বলিউডে কাজের সুযোগ পান। বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়া সিনেমাতে অভিনয় করছেন তিন। সিনেমাটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে বাকি অংশের শুটিং শুরু হবে।
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/feature/images/badhon_0.jpg)
দ্য ডেইলি স্টারকে বাঁধন জানান, খুফিয়া সিনেমায় তিনি বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করছেন।
তিনি বলেন, 'অল্প কিছু শুটিং বাকি আছে। আশা করছি শিগগিরই শুরু করব। এই মাসের শেষে কিংবা আগামী মাসে শুটিং শুরু হবে।'
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/news/images/badhon2.jpg)
তিনি আরও বলেন, 'মানুষ পছন্দ করবে, মানুষের ভালো লাগবে এবং অভিনেত্রী হিসেবে আমারও ভালো লাগবে- এমন কাজই করতে চাই। তবে, আপাতত নতুন কোনো কাজ করছি না। নতুন কাজ করলে অবশ্যই জানাব।'
বলিউডের খুফিয়া সিনেমায় শুটিং করতে বাঁধন গত বছরের অক্টোবরে দিল্লিতে যান। শুটিং চলাকালে সেখানে জন্মদিনও উদযাপন করেন। খুফিয়া প্রযোজনা করছে নেটফ্লিকস। বাঁধন ছাড়াও টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থী এতে অভিনয় করছেন।
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2021/08/26/badhon3.jpg)
সর্বেশষ তিনি স্পেনের একটি আন্তর্জতিক চলচ্চিত্র উৎসবে যান। সেখানে রেহানা মরিয়ম নূর সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন বাঁধন।
Comments