মুক্তির তৃতীয় সপ্তাহে ৪৮ প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

হাওয়া
ছবি: সংগৃহীত

গত ২৯ জুলাই মুক্তি পাওয়া 'হাওয়া'র দর্শকপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় হলের সংখ্যাও বাড়ছে।

আজ শুক্রবার তৃতীয় সপ্তাহে মোট ৪৮ প্রেক্ষাগৃহে চলছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এই চলচ্চিত্রটি।

হল সংখ্যা ও দর্শক চাহিদা বাড়ায় খুশি এই সিনেমার অন্যতম অভিনেতা চঞ্চল চৌধুরী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাওয়া এখন সবার সিনেমা—তা ভেবে ভালো লাগছে। সিনেমা এমনই হওয়া উচিত যা সব দর্শককে ছুঁয়ে যাবে।'

অভিনেত্রী নাজিফা তুষি ডেইলি স্টারকে বলেন, 'হাওয়ার জয় হোক। ভালো সিনেমার জয় হোক। হাওয়ায় ভাসুক সিনেমাপ্রেমীরা।'

'হাওয়া' মুক্তির এক সপ্তাহ পর এর দ্বিতীয় গান 'আটটা বাজে দেরি করিস না' প্রকাশের পর সাড়া ফেলেছে। সিনেমা মুক্তির আগেই এর 'সাদা সাদা কালা কালা' গান ব্যাপক জনপ্রিয়তা পায়।

চঞ্চল ও নাজিফা ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, সোহেল মন্ডল, নাসির উদ্দিন খান, শরিফুল রাজ প্রমুখ।

Comments

The Daily Star  | English

Secretariat entry passes for all private individuals cancelled

Journalists' accreditation cards also cancelled until further notice

52m ago