যশোরের মনিহারে ‘হাওয়া’র রেকর্ড আয়

হাওয়া সিনেমার পোস্টার, সংগৃহীত

হাওয়া সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বিভিন্ন হলে দর্শক টানতে পারছে। বর্তমানে দেশের ৪১টি সিনেমা হলে চলছে হাওয়া। ঢাকার বাইরে যশোরের মনিহার সিনেমা হলে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এটি।

গতকাল মনিহার থেকে ৩ লাখের বেশি টাকা আয় করেছে সিনেমাটি। মনিহার সিনেমা হলে গত ৫ বছরে কোনো সিনেমা একদিনে এতো টাকা আয় করতে পারেনি।

মনিহার সিনেমা হলের ব্যবস্থাপক জিয়াউল ইসলাম মিঠু দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল হাওয়া সিনেমা দিয়ে ৩ লাখের বেশি সেল হয়েছে। বিষয়টা নিয়ে আমরা অনেক আনন্দিত।'

জাজ মাল্টিমিডিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৭ সালে ঈদে মুক্তি প্রাপ্ত 'বস-২' সিনেমার পরে 'হাওয়া' সর্বোচ্চ সেল। গত ৫ বছরে কোনো সিনেমা একদিনে এত টাকা সেল দিতে পারেনি।

মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমায়  অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোস প্রমুখ।

Comments

The Daily Star  | English

‘Operation Devil Hunt’ from today to maintain law and order

Details about 'Operation Devil Hunt' will be announced in a press briefing tomorrow

2h ago