কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার ২ বাংলাদেশি

ভিক্টোরিয়া মেমোরিয়াল। ছবি: রয়টার্স ফাইল ফটো

বিনা অনুমতিতে ড্রোন ওড়ানোর অভিযোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর থেকে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

রাজশাহীর বাসিন্দা মো. জিল্লুর রহমান (৩৫) ও মো. সিফাত (২০) নামের এই ২ ব্যক্তিকে গত বুধবার দুপুরে আটক করা হয়। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখা হবে। আটকের পর তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

কলকাতা পুলিশের ভাষ্য, ভিক্টোরিয়া মেমোরিয়ালে কর্তব্যরত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) উপপরিদর্শক বুদ্ধদেব কর্মকারের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছেন তারা।

বুদ্ধদেব কর্মকার জানান, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এক তলার ব্যালকনির উত্তর দিকে আটক ২ জনকে ক্যামেরা লাগানো ড্রোন ওড়াতে দেখা যায়।

মধ্য কলকাতার হেস্টিংস থানার এক কর্মকর্তা বলেন, 'সিআইএসএফ দাবি করেছে যে, অভিযুক্তরা গোপনে ড্রোনটি ব্যবহার করছিলেন এবং ভবনের আশেপাশের ছবি তুলছিলেন।' সিআইএসএফ ভারতের বিমানবন্দর ও ঐতিহাসিক জায়গাগুলোর নিরাপত্তায় নিয়োজিত।

নিয়ম অনুসারে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ড্রোন ওড়াতে ইচ্ছুক কাউকে আগে থেকেই এর উদ্দেশ্য উল্লেখ করে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক কর্মকর্তা বলেন, 'এই ধরনের অনুরোধ আসলে আমরা তা বিবেচনার জন্য সেনাবাহিনীর কাছে পাঠাই। এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।'

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরের অবস্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছাকাছি জায়গায়।

আটকের পর ২ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি কর্মচারীদের দ্বারা যথাযথভাবে প্রবর্তিত আদেশ অমান্য করা), ২৬৮ (জনসাধারণের উপদ্রব হয় এমন কর্মকাণ্ড), ২৮৭ (যন্ত্রপাতির ক্ষেত্রে অবহেলামূলক আচরণ) এবং ৩৩৬ (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তাকে বিপন্ন করে এমন কাজ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ১৯৩৪ সালের বিমান আইনের ১১ (এ) ধারাতেও মামলা করা হয়েছে।

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) আকাশ মাঘারিয়ার বক্তব্য, ২ বাংলাদেশি দাবি করেছেন যে তারা অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে কলকাতায় এসেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, 'তারা ৩ দিন আগে এখানে আসেন। আমরা তাদের দাবির সত্যতা যাচাই করছি।'

Comments

The Daily Star  | English

Chattogram’s garment factories fear fallout from US tariffs

Owners of Chattogram-based readymade garment factories, many of which do business with buyers in the United States, are worried about a US tariff hike to 35 percent set to take effect on August 1.

11h ago