জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতার আহ্বান

দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এ ঘোষণা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, আগামী ১৮ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের পরিচিতিসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মেইলে প্রতিযোগিতার বিষয়সমূহের ডকুমেন্টস পিডিএফ আকারে ই-মেইলে (registrar@nu.edu.bd) পাঠাতে হবে।

প্রতিযোগিতার বিষয়গুলো হলো, 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' বিষয়ে সর্বোচ্চ ২ হাজার শব্দের রচনা, স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন। 

বিজয়ীদেরকে আগামী ২৩ আগস্ট গোপালগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হবে।

 

Comments

The Daily Star  | English

Reform commission reports provide framework for new Bangladesh: Yunus

Earlier this morning, the chiefs of four reform commissions submitted their reports to the chief adviser

44m ago