সালমানের সিনেমা ছাড়া প্রসঙ্গে যা জানালেন শেহনাজ গিল

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান প্রযোজিত 'কাভি ইদ কাভি দিওয়ালি' সিনেমা ছেড়ে দিয়েছেন বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল। 

সংবাদটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শেহনাজ গিল নিজের ইনস্টাগ্রামে লিখেছেন বলে জানানো হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে।

শেহনাজ গিল লিখেছেন, 'হা হা, সবটাই গুজব। আমি তো যাইনি কোথাও। সিনেমায় অবশ্যই আমাকে দেখা যাবে। এসব মিথ্যা খবর। পুরো সপ্তাহজুড়ে এসব গুজব উপভোগ করলাম।'

ফরহাদ সামজি পরিচালিত এই সিনেমায় অভিনয় করবেন শেহনাজ গিল, পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম এবং রাঘব জুয়াল। কমেডি-ড্রামাটি মুক্তি পাচ্ছে চলতি বছর ডিসেম্বরে।
 

Comments