পিরোজপুরে মাকে হত্যার অভিযোগে সৎ বাবা ও মামির বিরুদ্ধে ছেলের মামলা

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাকে হত্যার অভিযোগে সৎ বাবা ও মামীর বিরুদ্ধে মামলা করেছে এক স্কুলশিক্ষার্থী।

এ ঘটনায় আজ মঙ্গলবার অভিযুক্ত শেখ সিরাজুল সালেকীন এবং আয়শা খানমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বাদল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে শাম্মী আক্তারকে (৪০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে উল্লেখ করে তার ছেলে আজ মঙ্গলবার মঠবাড়িয়া থানায় সৎ বাবা ও মামীকে অভিযুক্ত করে হত্যা মামলা করে।

মামলার পর দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় এক যুগ আগে প্রথম স্বামী ফিরোজ আলমের সঙ্গে বিবাহবিচ্ছেদ শাম্মীর। ২ বছর আগে শাম্মীর সঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের সিরাজুলের বিয়ে হয়। তবে সিরাজুল ঢাকায় বসবাস করতেন এবং মাঝে মাঝে মঠবাড়িয়ায় আসতেন।

সবশেষ গত সোমবার দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে মঠবাড়িয়ায় আসেন সিরাজুল। সে রাতে শাম্মীর ভাইয়ের স্ত্রী আয়েশাও তাদের বাসায় যান।

রাতে সিরাজুল ও আয়েশা শ্বাসরোধে শাম্মীকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP proposes term limit for PM, reinstating caretaker government

The party presented 62 proposals to the Constitution Reform Commission

1h ago