আর্মি এভিয়েশনের হেলিকপ্টারের ক্রাশ ল্যান্ডিং: আহত পাইলটের মৃত্যু

এভিয়েশন
লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারের ক্রাশ ল্যান্ডিংয়ের ঘটনায় আহত পাইলট লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন।

আজ মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন গত ২৭ জুলাই প্রশিক্ষণকালে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জে ক্রাশ ল্যান্ডিং করেন।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়ায় ৫ আগস্ট তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। 

সেখানে অস্ত্রোপচার সম্পন্ন হলেও পরে তার অবস্থার অবনতি হয় এবং সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শোক প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English

At least 30 hurt as clashes engulf part of Old Dhaka

Suhrawardy college, hospital vandalised as protests over student’s death turn violent

37m ago