নবাবগঞ্জে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারের ক্রাশ ল্যান্ডিং, আশঙ্কামুক্ত ২ পাইলট

আর্মি

আর্মি এভিয়েশনের একটি বেল-২০৬ হেলিকপ্টার আজ বুধবার দুপুরে জরুরি অবতরণকালে দুর্ঘটনা কবলিত হয়। তবে হেলিকপ্টারটির ২ পাইলট আশঙ্কামুক্ত আছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, বেল-২০৬ হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর ১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে জরুরি অবতরণকালে দুর্ঘটনা কবলিত হয়।

হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর অনুশীলন করছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, হেলিকপ্টারের দুই পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল ও মেজর শামসের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় পুলিশ ওই এলাকা ও হেলিকপ্টারের নিরাপত্তা দিচ্ছে এবং পোস্তগোলা  ও মাওয়া সেনানিবাস থেকে সেখানে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

34m ago