কামারপাড়ায় ভাঙ্গারি দোকানে বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

Burn Institute
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙ্গারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে মারা যান আলআমিন (৩৫) নামে এক ব্যক্তি। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত পৌনে ৮টায় মারা যান মাসুম মিয়া (৩৮) নামে অপর এক ব্যক্তি।

তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, 'আলআমিনের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আর মাসুমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে ৬ জন মারা গেলেন।'

গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তুরাগ থানার কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙ্গারি দোকান ও রিকশা গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English

Work begins to restore Dhaka’s waterways

Criticism on social media as advisers inaugurate work by walking down a red-carpeted pathway

9m ago