মনিহারে টিকিট বিক্রির রেকর্ড, কানাডার ১১ হলে মুক্তি পাবে ‘হাওয়া’

হাওয়া সিনেমার পোস্টার, সংগৃহীত

কানাডায় মুক্তি পেতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমা। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় সিনেমাটি কানাডার ১১টি হলে মুক্তি পাবে।

আগামী ২ সেপ্টেম্বর কানাডায় মুক্তির পর যুক্তরাষ্ট্রের শতাধিক হলে মুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছে পরিবেশনা সংস্থা। 

এদিকে ঢাকার বাইরে যশোরের মণিহার সিনেমা হলে গত ৪দিন ধরে 'হাওয়া' সিনেমার প্রায় প্রতিটা শো হাউজফুল যাচ্ছে। 

সিনেমা হলের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের এখানে 'হাওয়া' সিনেমাটি খুবই ভালো চলছে। আগামী সপ্তাহেও চলবে। ঠিক কত লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে, সেটা বলব না। তবে, দীর্ঘদিন পর রেকর্ড করছে এটা বলতে পারি।'

মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে 'হাওয়া'-র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। 

সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান ও সোহেল মণ্ডলসহ অনেকে। 

'হাওয়া' নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

 

Comments