এখন আত্মবিশ্বাস উঁচুতে বললে মিথ্যা বলা হবে: ডমিঙ্গো

Russell Domingo
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে হারের হতাশা নিয়ে পড়ে থাকার খুব বেশি সময় পাবে না বাংলাদেশ। কদিন পরই যে অপেক্ষায় আরও কঠিন চ্যালেঞ্জ। আরও শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে এশিয়া কাপে। বড় আসরের আগে দলের আত্মবিশ্বাস যে তলানিতে তা অস্বীকার করলেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

টেস্ট ও টি-টোয়েন্টিতে টানা হারের বৃত্তে থাকা বাংলাদেশ নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে প্রত্যাশায় ছিল ভাল ফল। কিন্তু জিম্বাবুয়ে তাদের চমকে দিয়ে প্রথম দুই ম্যাচে হারিয়ে জিতে নিয়েছে সিরিজ।

এই সিরিজের ভুল ত্রুটি নিয়ে হতাশা আছে অনেক। বাংলাদেশের কোচ আড়াল করলেন না কিছুই। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ভুল শোধরানোর চ্যালেঞ্জ আরও কঠিন। ডমিঙ্গো তাই স্বীকার করে নিলেন তাদের আত্মবিশ্বাসের অবস্থা আসলে নাজুক,  ' যদি বলি টি-টোয়েন্টিতে আমাদের আত্মবিশ্বাস উঁচুতে তাহলে মিথ্যা বলা হবে। আমাদের আত্মবিশ্বাস উঁচুতে না এই মুহূর্তে। এক দুইটা জয় আসলে আত্মবিশ্বাস বাড়তে পারে।'

এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এশিয়া কাপে সেরা দল নিয়ে গিয়ে সেরা লড়াই করতে হবে। কিন্তু চোট সমস্যা এক্ষেত্রে বড় বাধা। লিটন দাস ও নুরুল হাসান এশিয়া কাপে অনিশ্চিত। আরও কয়েকজনের আছে হালকা চোট সমস্যা। প্রধান কোচের তবু আশা সবাই ফিট হয়ে যাবেন, 'এশিয়া কাপের আড়াই সপ্তাহ আছে, বেশি দূরে না। এখানে (জিম্বাবুয়েতে) আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব ছিল না, লিটন ছিটকে গিয়েছে, মোস্তাফিজের কিছু চোট আছে। আশা করি তারা ফিট হয়ে ফিরবে।'

জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে হার। কঠিন এই পরিস্থিতিকে নিজেদের জন্য শিক্ষা হিসেবে দেখছেন তিনি,  'কোচিং স্টাফ ও ক্রিকেটারদের জন্য কঠিন শিক্ষা হয়েছে। (ওয়ানডে) বিশ্বকাপের এখনও প্রায় দেড় বছর পরে। ভাগ্য ভালো, এই খেলাগুলোর কোনো পয়েন্ট নেই। এটাকে তাই দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে নিতে হবে।'

Comments