টাঙ্গাইলে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত রবিন মিয়াকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. রবিন মিয়া (২৬) সখীপুর উপজেলার গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

টাঙ্গাইল আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।'

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি মোহাম্মদ আব্দুল কদ্দুস বলেন, '২০১৬ সালের ৭ জুলাই একটি মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করেন রবিন। ঘটনার দিনই ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে সখীপুর থানায় রবিনসহ ৫ জনকে আসামি করে মামলা করেন।'

তদন্ত শেষে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ওই বছরের ১ সেপ্টেম্বর রবিন মিয়া এবং অপর একজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আজ এই রায় ঘোষণার সময় আসামি রবিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

6h ago