ভাড়া পুনর্নির্ধাণের দাবিতে চট্টগ্রামে গণপরিবহন বন্ধ ঘোষণা

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া পুনর্নির্ধাণের দাবিতে চট্টগ্রাম মহানগরীতে আজ শনিবার সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

আজ রাত ১২টা ৫০মিনিটে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন।

তিনি বলেন, 'জ্বালানির দাম বেড়েছে। এই অবস্থায় আগের ভাড়ায় গাড়ি চালালে পরিবহন মালিকরা লোকসান গুনবে। টাকা সব পেট্রোল পাম্পওয়ালাদের দিয়ে আসতে হবে। তাই ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে আমরা গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছি।'

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আওতায় প্রায় ৬০০ গণপরিবহন আছে। এগুলো নগরের বিভিন্ন রুটে চলাচল করে।

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

1h ago