লিটনের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
ক্রিকেটে বাংলাদেশের প্রিয় সংস্করণ বরাবরই ওয়ানডে। এ সংস্করণে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশও খেলছে দারুণ। দুই ওপেনার তামিম ইকবাল খান ও লিটন কুমার দাসের ব্যাট এগিয়ে যাচ্ছে দলটি।
শুক্রবার হারারের স্পোর্টস পার্কে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে বিনা উইকেটে ৭৫ রান করেছে টাইগাররা। অধিনায়ক তামিম ৪০ ও লিটন ২৮ রান নিয়ে ব্যাট করছেন।
এদিন শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন দুই ওপেনার তামিম ও লিটন। প্রথম ওভারে তামিম একটি বাউন্ডারি পেলেও তা আসে মিস ফিল্ডিংয়ের কারণে। দ্বিতীয় ওভার তো মেইডেনই দেন লিটন। তৃতীয় ওভারে তৃতীয় বল ওভার থ্রো থেকে চার পান তামিম। তবে সে ওভারের পঞ্চম বলে দারুণ এক পুল শটে বাউন্ডারি আদায় করে নেন লিটন।
এরপর রানের গতি বজায় রাখতে প্রায় নিয়মিত প্রতি ওভারেই বাউন্ডারি তুলে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই প্রান্তও ধরে রেখেছেন দুই ওপেনার। তাতে দারুণভাবেই এগিয়ে যাচ্ছে টাইগাররা। পাওয়ার প্লেতে ৫১ রান তুলে নেয় দলটি।
জিম্বাবুয়েতে এবার টি-টোয়েন্টি সিরিজে লড়াইটা সে অর্থে করতে পারেনি বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল এ দলের বিপক্ষে সিরিজ হেরেছে টাইগাররা। ওয়ানডেতে অবশ্য ভিন্ন দল তারা। তার আভাসটা শুরু থেকেই দিচ্ছে তামিমের দল।
ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম এনামুল হক বিজয় রয়েছেন একাদশে। তিন নম্বরে ব্যাট করবেন তিনি। এছাড়াও ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নেওয়া তাইজুল ইসলামের জায়গা হয়নি।
জায়গা হয়নি টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করা হাসান মাহমুদেরও। তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিয়ে খেলছে টাইগাররা।
Comments