পঞ্চম সপ্তাহে ‘পরাণ’
পরাণ মুক্তি পেয়েছে গত ১০ জুলাই, ঈদের দিনে। শুরুতে অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দিন দিন সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যাও।
সেই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার পরাণ মুক্তির পঞ্চম সপ্তাহ শুরু হবে। দীর্ঘদিন পর দেশের কোনো সিনেমা টানা ৫ সপ্তাহ প্রদর্শনীর রেকর্ড গড়ল।
এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।
মুক্তির পর পরাণ চতুর্থ সপ্তাহ শেষ করে পঞ্চম সপ্তাহে যাত্রা করায় দারুণ খুশি এই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরাণ সবার হৃদয়ে এখন। টানা এতদিন ধরে চলার পর সিনেমাটি প্রমাণ করেছে, ভালো সিনেমার বিকল্প নেই।'
সিনেমাটির নায়ক শরীফুল রাজ বলেন, 'সবার প্রথমে কৃতজ্ঞতা জানাই দর্শকদের প্রতি। সত্যি মুগ্ধ হওয়ার মতো ঘটনা, পরাণ টানা চলছে সারাদেশে।'
পরাণ সিনেমার আরেক নায়ক ইয়াশ রোহান বলেন, 'পরাণ সত্যি রেকর্ড গড়ল।'
এদিকে, ঢাকার মধুমিতা সিনেমা হলে আগামীকাল থেকে আবারও চলবে 'পরাণ' সিনেমা। এ ছাড়া, সিনেপ্লেক্সগুলোতেও আগের মতোই চলবে।
লাইভ টেকনোলজিস লিমিটেডের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, 'পরাণ এখন সবার সিনেমা। মুক্তির পঞ্চম সপ্তাহে পড়ল সিনেমাটি। দেশের সব দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ।'
ত্রিভুজ প্রেমের সিনেমা পরাণ পরিচালনা করেছেন রায়হান রাফি।
Comments