যে কারণে আগামীকাল থেকে সিনেপ্লেক্সে ‘পরাণ’

'পরাণ' সিনেমায় বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

২০২২ সালের ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা 'পরাণ'। শরিফুল রাজ, মীম, ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি  মুক্তির পর দেশজুড়ে আলোচিত হয়েছিল। দেড় বছর পর আগামীকাল শুক্রবার থেকে সিনেমাটি আবারও আসছে সিনেপ্লেক্সে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামীকাল শুক্রবার থেকে সিনেমাটি এক সপ্তাহের জন্য সিনেপ্লেক্সের তিন শাখায় ১০টি শো চলবে। দর্শক চাহিদা থাকলে আরও চলবে।'

তিনি বলেন, 'এই সিনেমাটি চালানোর কারণ মানসম্মত নতুন বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে না। এ ছাড়া, ওটিটিতে পরাণ মুক্তি পায়নি। এ কারণে আমরা সিনেমাটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছি।'

'পরাণ' সিনেমাটি শুধু বাংলাদেশ নয়, মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপেও সাফল্য পেয়েছিল।

এই সিনেমায় আরও অভিনয় করেছেনে রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকীসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

25m ago