পাকিস্তানে ১ ডলার এখন ২২৮.৮০ রুপি
বুধবার ইন্টারব্যাংক বাজারে পাকিস্তানি রুপির কিছুটা উন্নতি হয়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) জানিয়েছে, বুধবার ডলারের বিপরীতে রুপির দাম ছিল ২২৮ টাকা ৮০ পয়সা। এর আগের দিন যা ছিল ২৩৮ টাকা ৩৮ পয়সা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরিফ হাবিব লিমিটেডের মতে, বুধবার পাকিস্তানি রুপির উন্নতি হয়েছে, যা এক দিনে সর্বোচ্চ লাভ।
এফএপির চেয়ারপার্সন মালিক বোসতান বলেন, জুলাইয়ের জন্য কম আমদানি বিল দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করেছে, ফলে রুপির ওপর চাপ হ্রাস পেয়েছে।
ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সাংবাদিক খুররম হুসেন বলেন, জুলাই মাসে তেলের জন্য ঋণপত্র শেষ এবং রপ্তানিকারকরা তাদের অবস্থান বন্ধ করায় আমদানি পরিশোধের পরিমাণ দ্রুত হ্রাস পাওয়ায় রুপির উন্নতি হচ্ছে।
Comments