‘অসদাচরণের’ দায়ে অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

অসদাচরণের অভিযোগে আইনজীবী মারুফা আক্তারকে অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেলের (এএজি) দপ্তর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং গতকাল জানিয়েছে, ২০১৭ সালের ১৯ অক্টোবর মারুফা আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, মারুফা আক্তার তার পরিচয় ব্যবহার করে চিফ অব আর্মি স্টাফের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেননি। এটি পুরোপুরি অসদাচরণ। যে কারণে তাকে অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
mango export from Bangladesh to China

Bangladesh all set to ship mango to China for first time

The first shipment will be sent tomorrow, and a second will follow if China is satisfied

1h ago