মাসুদা ভাট্টির বিরুদ্ধে ‘অসদাচরণ’ অভিযোগের তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে
সাংবাদিক মাসুদা ভাট্টির বিরুদ্ধে 'অসদাচরণের' অভিযোগের তদন্ত শেষ করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
তদন্ত প্রতিবেদনটি গত সপ্তাহে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে।
আজ শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুয়াজ্জেম হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাংবাদিক মাসুদা ভাট্টি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হন। কিন্তু গত বছরের ৫ আগস্ট থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই তিনি কর্মক্ষেত্রে অনুপস্থিত, যা অসদাচরণ হিসেবে বিবেচিত।
তিনি বলেন, 'মাসুদা ভাট্টির বিষয়ে এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি।'
মুয়াজ্জেম হোসেন আরও বলেন, 'রাষ্ট্রপতির কার্যালয় থেকে রেফারেন্স পাঠানোর পর মাসুদা ভাট্টির বিষয়ে তদন্ত শুরু করে জুডিশিয়াল কাউন্সিল।'
কাউন্সিলের অপর সদস্যরা হলেন—আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
Comments