বকশীগঞ্জের ওসির বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

বকশীগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।

আজ রোববার ভোররাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে বক্তব্য নিতে গেলে ওসি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ করেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

সাংবাদিকদের ভাষ্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়ে ওসি তরিকুলের বক্তব্য নিতে আজ দুপুর ১২টার দিকে তারা বকশীগঞ্জ থানায় যান। এ সময় ওসি হঠাৎ করে তাদের সঙ্গে বাজে আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের থানা থেকে বের হয়ে যেতে বলেন। তাদের দেখে নেওয়ার হুমকি দেন। ওসির এমন আচরণে হতভম্ব হয়ে পড়েন তারা।

এ সময় সেখানে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন ও সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়নসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে তারা ওসির এমন আচরণের প্রতিক্রিয়ায় প্রতিবাদ সভা করেন।

তবে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ অস্বীকার করে ওসি তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন,  'তাদের (সাংবাদিকদের) অভিযোগ সম্পূর্ন মিথ্যা, বানোয়াট।'

এ বিষয়ে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, 'একজন সরকারি কর্মকর্তা শুধু সাংবাদিক কেনো, কোনো সাধারণ মানুষের সঙ্গেও অসদাচরণ করতে পারেন না। বিষয়টি আমি দেখব।' 

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago