রক্সি পেইন্টের আঞ্চলিক ব্যবস্থাপকের বস্তা বন্দি মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নিখোঁজের এক দিন পরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে রক্সি পেইন্টের আঞ্চলিক ব্যবস্থাপক লোকমান হোসেনের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট স্কুলের কাছ থেকে লোকমান হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পরে তার মরদেহ চটের বস্তায় ভরে ফেলে রেখে গিয়েছিল দুর্বৃত্তরা।

মজিবুর রহমান আরও বলেন, গত ১ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল তার স্ত্রী জিন্নাত আরা টুম্পা ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, কোম্পানির টাকা তোলার জন্য তিনি ভেড়ামারা গিয়েছিলেন। ১ আগস্ট দুপুর সাড়ে ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তার সন্ধানও পাওয়া যায়নি।

লোকমানের বাড়ি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায়।

মরদেহটি প্রথমে পলিথিনের ব্যাগে ঢোকানো হয়েছে, তারপর চটের বস্তায় ভরে ফেলে যাওয়া হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago