নোয়াখালীতে পাকা ঘর পেল ১০ গৃহহীন পরিবার

চাটিখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিম আবু তোরাব গ্রামে এসব ঘর উপহার দেওয়া হয়। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় গৃহহীন ১০ পরিবারকে পাকা ঘর উপহার দিয়েছে অ্যাকটিভ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির গতকাল সোমবার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিম আবু তোরাব গ্রামে এসব ঘর উপহার দেন।

পাকা ঘর পেয়ে পশ্চিম আবু তোরাব গ্রামের বৃদ্ধ সামছুদ্দিন (৭০) জানান, তিনি একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। প্রায় ১৫ বছর ধরে তিনি অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। বৃষ্টি এলে তার ঘরে পানি পড়ত। অ্যাকটিভ ফাউন্ডেশনের উদ্যোগে তিনি পাকা ঘর পেয়ে খুশি।

ঘর প্রদান অনুষ্ঠানে অ্যাকটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, তিনি গত বছর জুলাই মাসে নোয়াখালী জেলা প্রশাসনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সরকারের গৃহহীনদের ঘর নির্মাণ কাজের অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় মোট ১০টি গৃহহীন পরিবারকে ৩০ লাখ টাকা ব্যয়ে ঘর তৈরি করে দেওয়ার কাজ শুরু করেন।

পর্যায়ক্রমে তিনি চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ১০০ গৃহহীন পরিবারকে পাকা ঘর তৈরি করে দেবেন বলে জানান।
 

Comments

The Daily Star  | English
Mahfuj Alam

Dialogue on July proclamation next week: Mahfuj Alam

He said that all political parties and other stakeholders will participate

52m ago