দুই পরিবর্তন নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে টাইগারদের। তবে তার শুরুটা ভালো হয়নি তাদের। আজও টস হেরেছেন এ সংস্করণের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতেছেন স্বাগতিক জিম্বাবুয়ের দলনেতা ক্রেইগ আরভিন। বেছে নিয়েছেন ব্যাটিং করার সিদ্ধান্ত। ফলে আগে ফিল্ডিং করবে টাইগাররা।
রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়।
প্রথম ম্যাচে টি-টোয়েন্টি দলের নিয়মিত শেখ মাহেদি হাসানকে বাদ দিয়ে একাদশ গড়া হয়েছিল বাংলাদেশের। তবে দ্বিতীয় ম্যাচেই ফিরিয়ে আনা হয়েছে তাকে। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন নাসুম আহমেদ। এছাড়া পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে তরুণ পেসার হাসান মাহমুদকে অন্তর্ভুক্ত করেছে দলটি।
অন্যদিকে কোনো পরিবর্তন নেই জিম্বাবুয়ের একাদশে। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দলটি।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। তবে এ সংস্করণে জিম্বাবুয়ের বিপক্ষেই সবচেয়ে সফল টাইগাররা। দুই দলের আগের ১৭ দেখায় বাংলাদেশের জয় ১১টিতে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ:
রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, টানাকা চিভাঙ্গা।
Comments