মাঙ্কিপক্স: ইউরোপে দ্বিতীয় মৃত্যুর খবর দিলো স্পেন
স্পেনে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে আজ শনিবার আরও একজনের মৃত্যু হয়েছে। এবারের প্রাদুর্ভাবে এটি স্পেনের পাশাপাশি ইউরোপেরও দ্বিতীয় মৃত্যু।
একইসঙ্গে, এটি আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে তৃতীয় মৃত্যু বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এবারের প্রাদুর্ভাবে আফ্রিকা মহাদেশের বাইরে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু হয়েছে ব্রাজিলে। ব্রাজিল এ খবর জানানোর অল্প সময় পরই গত শুক্রবার মাঙ্কিপক্সে দেশটিতে ও ইউরোপে প্রথম মৃত্যুর খবর দেয় স্পেন।
গত ২২ জুলাই প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রতিবেদন অনুসারে, আফ্রিকান অঞ্চলে মাঙ্কিপক্সে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ডব্লিউএইচও গত শনিবার দ্রুত ছড়িয়ে পড়া এই রোগটির প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে। এটি সংস্থাটির সর্বোচ্চ সতর্কতার স্তর।
শনিবার সবশেষ প্রতিবেদনে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৪ হাজার ২৯৮ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
Comments