তিন পরিবর্তন নিয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে টস ভাগ্য সুপ্রসন্ন হয়নি নুরুল হাসান সোহানের। টস জিতেছেন স্বাগতিক জিম্বাবুয়ের দলনেতা ক্রেইগ আরভিন। তিনি বেছে নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ফলে সফরকারী বাংলাদেশকে আগে নামতে হবে বোলিংয়ে।
শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে নতুন চেহারার বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয়বারের মতো সিনিয়র চার তারকা অর্থাৎ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে ছাড়া খেলতে নামছে টাইগাররা। এর আগে ২০২১ সালের এপ্রিলে অকল্যান্ডে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে ছাড়া একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৬৫ রানে হেরেছিল তারা।
নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পাশাপাশি দলে রাখা হয়নি মুশফিককে। সাকিব এই সফর থেকে ছুটি নিয়েছেন। অবসরে যাওয়ায় নেই তামিম।
ওয়েস্ট ইন্ডিজ সফরের সবশেষ ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ও সাকিব না থাকায় দুটি বদল ছিল অবধারিত। তাদের জায়গায় ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার। মূলত পিঠের চোটের কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টিতে খেলতে পারেননি মুনিম। শেখ মেহেদী হাসানের পরিবর্তে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।
গত বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয় বাংলাদেশের। সেই থেকে এই সংস্করণে ব্যর্থতা নিত্যসঙ্গী হয়ে আছে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। সবশেষ আট ম্যাচে তারা জিতেছে মাত্র একটিতে। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়ে তাই সঠিক পথে ফেরার প্রত্যাশা থাকবে লাল-সবুজ জার্সিধারীদের।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষেই। দুই দলের আগের ১৬ দেখায় টাইগারদের জয় ১১টিতে। বাকি পাঁচটিতে শেষ হাসি হেসেছে জিম্বাবুইয়ানরা।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ:
রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, টানাকা চিভাঙ্গা।
Comments