সোহানের মুখেও মাহমুদউল্লাহর সেই কথা
'স্মার্ট ক্রিকেট' ও 'বাংলাদেশি ব্র্যান্ড'- এই দুটি শব্দ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে অনেকবারই শুনিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নেতিবাচক অ্যাপ্রোচ, নিস্তেজ পারফরম্যান্সে স্মার্ট ক্রিকেটের দেখা আদতে মেলেনি। বরং মাঠে অদ্ভুত সব সিদ্ধান্ত জন্ম দিয়েছে আলোচনার। নতুন যাত্রায় সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহর কথাই আবার শোনালেন জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক নুরুল হাসান সোহান।
প্রসঙ্গটা আসে পাওয়ার হিটিং, দ্রুত রান তুলতে পারার দক্ষতা নিয়ে। কখনো কখনো পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান আনতে না পারার প্রসঙ্গেও আসে কথাটা। এর আগে একই প্রসঙ্গে বলতে গিয়ে 'বাংলাদেশি ব্র্যান্ডের' কথা বলেছিলেন মাহমুদউল্লাহ। পাওয়ার হিটিংয়ে না গিয়েও কীভাবে রান বের করা যায় সেই চিন্তা শুনিয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামার আগে একই কথা সোহানের মুখে, 'আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেন্সিবল থাকি, তাহলে ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারব।'
পাওয়ার হিটিংয়ে ঘাটতি থাকার পাশাপাশি বাংলাদেশের আরেকটি বড় সমস্যা প্রচুর ডট বল খেলা। স্মার্ট ক্রিকেট মার খেয়ে যায় এখানেই। তবে সোহান আত্মবিশ্বাসী এবার তারা নিজেদের ব্র্যান্ড তৈরি করবেন, 'এখানে একটা সুযোগ বা আমাদের চাওয়া- নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে, অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।'
মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে বিশ্রামের আদলে বাদ দিয়ে জিম্বাবুয়েতে খেলতে গেছে বাংলাদেশ। ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় নেই সাকিব আল হাসানও। কথিত সিনিয়রদের কেউই নেই এবারের দলে। সম্মিলিতভাবে ৩৬৩ টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে, তার অভিজ্ঞতা নিয়ে কোন ঘাটতি দেখছেন না সোহান, 'আমাদের অনভিজ্ঞ দল বলতে পারেন না। তরুণ দল বলতে পারেন, শিখতে আসি নাই। চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি। বেশিরভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হবো, তবে সেটির জন্য প্রস্তুত আছি।'
বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে বেশ সহজ প্রতিপক্ষই। তাদের বিপক্ষে আছে বিস্তর সাফল্য। সোহান অবশ্য ঘরের মাঠে জিম্বাবুয়েকে আলাদা করে দেখতে চান, 'নিজেদের কন্ডিশনে তারা ভালো দল। তবে আমরা সিরিজ জিততেই এসেছি, সেটিই মূল বিষয়। অজুহাত দিতে চাই না। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী। আশা করি, ভালো একটা সিরিজ হবে।'
শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।
Comments