বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই বোলারকে পাচ্ছে না জিম্বাবুয়ে

 Blessing Muzarabani
গত বছর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেট পেয়ে ব্লেসিং মুজারাবানির উল্লাস।

এমনিতেই শক্তিতে পিছিয়ে জিম্বাবুয়ে, তারমধ্যে তাদের দলে হানা দিয়েছে অপ্রত্যাশিত চোট। বাংলাদেশের বিপক্ষে লড়তে হলে যাদের উপর অনেক ভরসা করতে হতো সেই দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারাকে পাচ্ছে না তারা।

ঘাড়ের হাড়ে চিড় ধরায় খেলতে পারছেন না চাতারা। উরুর মাংসপেশির চোটে নেই মুজারাবানিও। চলতি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে এই দুজনই চোটে পড়েছিল। সেই চোট তাদের খেলায় ফেরা দীর্ঘায়িত করছে।

তাদের অনুপস্থিতিতে স্কোয়াডে রাখা হয়েছে ভিক্টর নিয়াউচিকে। দলে এসেছেন অলরাউন্ডার টোনি মুনইয়নঙ্গা ও পেসার তানাকা চিবাঙ্গা।

আগামী শনিবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে। পরদিন হবে দ্বিতীয় ম্যাচ। ২ অগাস্ট নির্ধারিত আছে শেষ ম্যাচের সূচি। সবগুলো ম্যাচেই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

টি-টোয়েন্টির পর দুদল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড: রায়ান বার্ল, রেজিস চাকাভা,  তানাকা চিবাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গুই, ইনসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনইয়ঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্ভা, শেন উইলিয়ামস।

Comments

The Daily Star  | English

Dhaka slams desecration of nat’l flag in Kolkata

The government yesterday strongly condemned the desecration of Bangladesh’s national flag and the burning of Chief Adviser Prof Muhammad Yunus’s effigy in Kolkata as “deplorable acts”.

3h ago