মিউজিক ভিডিও নিয়ে ফিরছে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক

কে-পপ ব্যান্ড ব্লাকপিঙ্ক। ছবি: সংগৃহীত

কে-পপ ব্যান্ড ব্লাকপিঙ্কের আসন্ন মিউজিক ভিডিওটি বড় বাজেটে তৈরি করা হয়েছে। লেবেল ওয়াইজি এন্টারটেইনমেন্ট এ তথ্য জানিয়েছে বলে কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে।

কে-পপ ব্যান্ড ব্লাকপিঙ্ক। ছবি: সংগৃহীত

ব্যান্ডটি আসন্ন অ্যালবাম থেকে ফোকাস ট্র্যাকের জন্য ভিডিওটির শুটিং শুরু করেছিল। এর প্রথম স্টুডিও অ্যালবাম 'দ্য অ্যালবাম' প্রকাশের পর প্রায় দুই বছর পেরিয়ে গেছে।

অ্যালবামটি বিলবোর্ড ২০০ এবং যুক্তরাজ্যের অফিসিয়াল অ্যালবাম চার্ট শীর্ষ ১০০ উভয়ক্ষেত্রেই ২ নম্বর স্থানে ছিলে। প্রথম সপ্তাহে ৬ লাখ ৯০ হাজার কপি বিক্রি করেছিল এলপি। তখন কে-পপ গার্ল গ্রুপের জন্য এটি একটি রেকর্ড ছিল। অ্যালবামটি এখন পর্যন্ত মোট ১.৪ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। যা একটি কে-পপ গার্ল গ্রুপের প্রথম মিলিয়ন বিক্রিত অ্যালবাম।

কে-পপ ব্যান্ড ব্লাকপিঙ্ক। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে, 'কিল দিস লাভ' স্পটিফাইতে ৬০০ মিলিয়ন স্ট্রিমের শীর্ষে ছিল। ব্ল্যাকপিঙ্ক একমাত্র কে-পপ গার্ল গ্রুপ যারা এই মাইলফলক অর্জন করেছে।

ব্যান্ডটি আগস্টে একটি পূর্ণ-গ্রুপ প্রত্যাবর্তন করবে এবং জানিয়েছে, তারা মেগা প্রকল্পের সিরিজ পরিকল্পনা করেছে। যার মধ্যে আছে বড় আকারের আন্তর্জাতিক সফর।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago