সিনেপ্লেক্সে প্রতিদিন ‘হাওয়া’ সিনেমার ২৬ শো

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’ আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই একের পর এক রেকর্ড  সৃষ্টি করছে সিনেমাটি।
হাওয়া সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
হাওয়া সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা 'হাওয়া' আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই একের পর এক রেকর্ড  সৃষ্টি করছে সিনেমাটি।

গতকালই মুক্তির দিন ও তার পরের কয়েক দিনের টিকেট বিক্রি শেষ হয়ে যাওয়ার কথা জানা গেছে।

আজ বুধবার জানা গেল, দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের ৫ শাখায় প্রতিদিন সর্বোচ্চ ২৬ বার করে এই সিনেমা দেখানো হবে।

এর আগে কোনো সিনেমাই এতগুলো শো নিয়ে যাত্রা শুরু করেনি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন,  'আমার জানা মতে কোনো সিনেমার জন্য প্রথম দিন থেকে ২৬টি শো বরাদ্দ করা হয়নি। মূলত দর্শকের অগ্রিম টিকিট কেনার আগ্রহ ও চাপ অনুভব করেই এতগুলো শো দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মুক্তির পর পরিস্থিতি বিবেচনায় শোয়ের সংখ্যা আরও বাড়তে পারে।' 

যেসব সিনেমা হলে দেখা যাবে 'হাওয়া'। ছবি: সংগৃহীত
যেসব সিনেমা হলে দেখা যাবে 'হাওয়া'। ছবি: সংগৃহীত

দেশের মোট ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'হাওয়া'। 'হাওয়া' সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারস লিমিটেড।

 

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

43m ago