‘হাওয়া’র টিকিট ‘হাওয়া’

‘হাওয়া’র কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

দেশজুড়ে বইছে মেজবাউর রহমান সুমনের 'হাওয়া' জোয়ার। ইতোমধ্যে সিনেমাটির একটি গান এতই জনপ্রিয় হয়েছে যে, গত এক দশকের মধ্যে কোনো সিনেমার গান এতটা সাড়া ফেলেনি বলে মনে করছেন সিনেমাপ্রেমীরা।

আগামী ২৯ জুলাই দেশের ২৪ প্রেক্ষাগৃহে 'হাওয়া' মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ প্রেক্ষাগৃহের প্রথম ৩ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে।

সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নারায়ণগঞ্জের সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মুক্তির প্রথম ৩ দিনের টিকিট বিক্রি শেষ। এটা শুধু আমার হলের জন্যই নয়, দেশের চলচ্চিত্র শিল্পের জন্য সুখবর। আমি দারুণ খুশি।'

তিনি আরও বলেন, 'আগে কখনো এমন সাড়া পাইনি। আশা করছি, সিনেমাটি অন্তত এক মাস চালাতে পারব।'

সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সের যাত্রা শুরু হতে যাচ্ছে 'হাওয়া' সিনেমা দিয়ে। আজ মঙ্গলবার হল ম্যানেজার আজাদ ডেইলি স্টারকে বলেন, 'প্রথম ৩ দিনের টিকিট নেই। অনেকেই ফিরে যাচ্ছেন। কেউ আবার চতুর্থ দিনের টিকিট চাচ্ছেন।'

'হল চালুর শুরুতেই এমন খুশির খবর পাব ভাবতে পারিনি,' যোগ করেন তিনি।

সিরাজগঞ্জ রুটস সিনেক্লাবের প্রথম ২ দিনের টিকিটে বিক্রি শেষ। তৃতীয় দিনের ৭০ ভাগ টিকিটও বিক্রি হয়ে গেছে। সিনেক্লাবের পরিচালক আতিকুর ডেইলি স্টারকে বলেন, 'মুক্তির আগেই প্রথম এক সপ্তাহের টিকিট বিক্রি হয়ে যাবে, এমনটি প্রত্যাশা করছি।'

রাজধানীর শ্যামলী সিনেপ্লেক্সেও 'হাওয়া' সুখবর নিয়ে আসছে। দীর্ঘ দিন পর সেখানেও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মুক্তির প্রথম ৫-৬ দিনের টিকিট বিক্রি চলছে।

হল ম্যানেজার হাসান ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমার জন্য যেভাবে দর্শকরা আগাম টিকিট কিনতে আসছেন, তাতে আমরা দারুণ খুশি। এমনটি অব্যাহত থাকুক এটাই চাই।'

চট্টগ্রামের সুগন্ধা, সিলভার স্ক্রিন ও সিনেপ্লেক্সে 'হাওয়া' প্রদর্শিত হবে।

সিলভার স্ক্রিনের কর্ণধার ফারুক ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। এক সপ্তাহের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে দেশের সিনেমায় সত্যিকারের ইতিবাচক হাওয়া লাগবে।'

ঢাকার সিনেপ্লেক্সে আগামীকাল বুধবার থেকে 'হাওয়া'র অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

সিনেমাটির নির্বাহী প্রযোজক শিমুল ডেইলি স্টারকে বলেন, 'সুখবরটি শুনেছি। "হাওয়া" সবার মন ছুঁয়ে যাক—এটাই চাওয়া।'

'হাওয়া'র গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তিনি ডেইলি স্টারকে বলেন, 'মুক্তির আগেই দর্শকরা যেভাবে সিনেমাটির প্রতি ভালোবাসা দেখাচ্ছেন তা আমাকে আবেগপ্রবণ করে তুলেছে। বাংলাদেশের সিনেমার জয় হোক।'

ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ ডেইলি স্টারকে বলেন, 'অগ্রিম টিকিট বিক্রির রেওয়াজ তো অতীতে ছিল। এখন তা তেমন দেখা যায় না। এ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি হওয়ার খবরে আমরা আশাবাদী।'

মধুমিতায় সিনেমাটি মুক্তির একদিন আগে টিকিট বিক্রি শুরু হবে বলে তিনি জানান।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

25m ago