জনশুমারি: ঢাকা বিভাগে জনসংখ্যা ৪ কোটি ৪০ লাখ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। স্টার ফাইল ছবি

বাংলাদেশে জনশুমারির তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এর মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ ঢাকা বিভাগে বসবাস করেন। এই বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৯৪ শতাংশ।

আজ বুধবার জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়া ১২ হাজার ৬২৯ জন।

বন্দর নগরী চট্টগ্রামে ৩ কোটি ৩২ লাখ ও রাজশাহীতে ২ কোটি ৩ লাখ মানুষ বাস করছেন। এ ছাড়া, বরিশাল বিভাগে দেশের সর্বনিম্ন ৯১ লাখ মানুষ বসবাস করছেন।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

54m ago