ছবিতে: সাগরিকার নৈপুণ্যে আবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অপরাজিত থেকে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে শিরোপা ধরে রাখল পিটার বাটলারের শিষ্যরা। ছবি: ফিরোজ আহমেদ

ছয় ম্যাচের সবকটিতে জিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সোমবার কিংস অ্যারেনায় অলিখিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ৪-০ গোলে নেপালকে গুঁড়িয়ে দিয়েছে তারা। পুরোটা সময় প্রতিপক্ষকে তটস্থ করে রাখা মোসাম্মৎ সাগরিকা অসাধারণ নৈপুণ্যে করেন হ্যাটট্রিকসহ চার গোল।

রাউন্ড রবিন পদ্ধতির আসরে অপরাজিত থেকে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে শিরোপা ধরে রাখল পিটার বাটলারের শিষ্যরা। ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে নেপাল। তৃতীয় হওয়া ভুটানের অর্জন ৬ পয়েন্ট। তলানিতে থাকা শ্রীলঙ্কা খুলতে পারেনি পয়েন্টের খাতা।

২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বয়সভিত্তিক প্রতিযোগিতাটি। খেলা হয়ে থাকে অনূর্ধ্ব-১৮ কিংবা অনূর্ধ্ব-১৯ কিংবা অনূর্ধ্ব-২০ পর্যায়ে। এই নিয়ে ছয়টি আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল। এর আগে ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে এককভাবে এবং সবশেষ গত বছর ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল। শুধু ২০২২ সালের আসরে ভারতের হেরে রানার্সআপ হয়েছিল  লাল-সবুজের প্রতিনিধিরা।

ছবি: ফিরোজ আহমেদ

প্রথমার্ধে একবার জাল খুঁজে নেওয়া ফরোয়ার্ড সাগরিকা দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করেন আরও তিনবার। সব মিলিয়ে এবারের সাফে মাত্র তিন ম্যাচ খেলেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আটটি গোল তার।

ছবি: ফিরোজ আহমেদ

নেপালের সঙ্গে আগের দেখায় সরাসরি লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাগরিকা। সাজা কাটিয়ে সেই প্রতিপক্ষের বিপরীতে ফিরেই জ্বলে ওঠেন তিনি।

ছবি: ফিরোজ আহমেদ

ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। তখন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ করা হয়।

ছবি: ফিরোজ আহমেদ

শিষ্যদের সঙ্গে হাসিখুশি মেজাজে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। 

ছবি: বাফুফে

শিরোপা হাতে বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার। চলতি মাসের শুরুতে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করা জাতীয় দলকেও নেতৃত্ব দেন তিনি।

ছবি: বাফুফে

শিরোপা নিশ্চিত হওয়ার পর ট্রফি ও মেডেল নিয়ে বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস।

Comments

The Daily Star  | English

Cops charge batons, fire tear shells as students enter Secretariat

40 of the injured were brought to Dhaka Medical College Hospital

2h ago