‘রানের সংখ্যার চেয়ে ইমপ্যাক্টটা জরুরি’

nurul hasan sohan
নুরুল হাসান সোহান। ছবি: স্টার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিরে নুরুল হাসান সোহানের যা পরিসংখ্যান তাতে তার দলে জায়গা নিয়েই প্রশ্ন উঠতে পারে। কিন্তু এই উইকেটকিপার ব্যাটসম্যান আপাতত জিম্বাবুয়ে সফরে আছেন নেতৃত্বে। পরিসংখ্যান যেমনই হোক নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে খুব একটা উদ্বেগ নেই তার।

২০১৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখনো পর্যন্ত ৩৩টা ম্যাচ খেলেছেন তিনি। তাতে স্রেফ ১২.৯০ গড় আর ১১১.৯৮ স্ট্রাইকরেটে মোটে ২৭১ রান করতে পেরেছেন তিনি। সর্বোচ্চ ইনিংসটা ৩০ রানের। ৩৩ ম্যাচে ২৯ ইনিংসের মধ্যে ৮বার আবার অপরাজিত ছিলেন, না হলে গড়টা থাকত দশের নিচে।

এতে অবশ্য কোন অস্বস্তি নেই তার। কত রান করলেন, তারচেয়ে তিনি দেখতে চান কোন পজিশনে কত রান করতে পারলেন। রোববার নেতৃত্ব পাওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বারবার করে শোনালেন ইমপ্যাক্টের কথা,  'ইমপ্যাক্ট, হয়তো ১৫-২০ রান করলাম। কিন্তু এই রান সংখ্যাটা খুব কম। কিন্তু সেটা যদি দলের জয়ে অবদান রাখতে পারি।।'

মূলত সাত নম্বরে নামা হয় সোহানের। ওই সময়ে কম বলে বেশি রানের দাবি থাকে প্রবল। সেই দাবি যে তিনি হরহামেশা মেটাতে পেরেছেন পরিসংখ্যান সেই সায় দেয় না,  'আমি যে জায়গায় ব্যাট করি, সেখানে রানের সংখ্যার চেয়ে ইমপ্যাক্টটা জরুরি। এই সিরিজে সেটাই চেষ্টা থাকবে।'

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে ১৬ বলে ২৫ রান করেছিলেন। স্লগ ওভারে নেমে তিনি যদি সেই দাবিটা মেটাতে পারেন তাহলে বড় চিন্তা দূর হবে বাংলাদেশের।

Comments

The Daily Star  | English

Dhaka slams desecration of nat’l flag in Kolkata

The government yesterday strongly condemned the desecration of Bangladesh’s national flag and the burning of Chief Adviser Prof Muhammad Yunus’s effigy in Kolkata as “deplorable acts”.

3h ago