শরীয়তপুরে সেতু ভেঙে যান চলাচল বন্ধ, আটকা ৩ শতাধিক গাড়ি

ছবি: স্টার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বেইলি সেতু ভেঙে খুলনা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং সেতুর দুপাশে ৪ কিলোমিটার এলাকাজুড়ে ৩ শতাধিক যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।

আজ শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে লোহার রড বোঝাই একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে সেতু পার হতে গেলে উত্তর পাশের পাটাতন খুলে যায়। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
 
সেতুর ২ পাশে খুলনা-চট্টগ্রাম সড়কের ৪ কিলোমিটার এলাকাজুড়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভুঁইয়া রেদোয়ানুল রহমান মুঠোফোনে আজ রাত ৮টার দিকে দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১০টা থেকে সেতু মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। কাজ শেষ হতে রোববার সকাল হয়ে যেতে পারে।'

ছবি: স্টার

তিনি বলেন, 'চট্রগ্রাম খুলনা আঞ্চলিক সড়কের শরীয়তপুর অংশে থাকা মহিষার এলাকার বেইলি সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ওই সেতুতে ৫ টনের বেশি ওজন বহনকারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। অধিক ওজনের রড বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুর ক্লামসহ পাটাতন ভেঙে পড়ে।'

এদিকে সেতু ভেঙে যাওয়ায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে বিকল্প পথে ডামুড্যা, কার্তিকপুর সড়ক হয়ে চলাচল করতে নির্দেশনা দিয়েছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেতু মেরামতে কিছুটা সময় লাগতে পারে। তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছি।' 

ছবি: স্টার

তিনি আরও বলেন, 'যেহেতু সেতু মেরামত করতে আগামীকাল সকাল হতে পারে, তাই চট্টগ্রামগামী গাড়িগুলোকে অনুরোধ করব পদ্মা সেতু ব্যবহার করে ঢাকা-যাত্রাবাড়ী হয়ে যেতে। আর চট্টগ্রাম থেকে এসে আটকে থাকা গাড়িগুলোকে অনুরোধ করব, ভেদরগঞ্জের কার্তিকপুরের ডিঙামানিক অথবা ডামুড্যা উপজেলা হয়ে যেতে।'

চট্রগ্ৰামের সঙ্গে খুলনা, বরিশাল ও বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল করে। এসব জেলার যানবাহনে যাতায়াতের সুবিধার্থে ২০০০ সালে চালু হয় খুলনা-চট্টগ্রাম ভায়া শরীয়তপুর আঞ্চলিক সড়ক। সড়কের শরীয়তপুরের ৩৫ কিলোমিটার অংশে ছোট-বড় ৫টি বেইলি সেতু রয়েছে। প্রতিটি সেতুই ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে সড়কটি ৪ লেনে উন্নীত করার পাশাপাশি বেইলি সেতু ভেঙে আরসিসি সেতু নির্মাণ কাজ শুরু করছে সড়ক ও জনপথ বিভাগ। প্রতিদিন এই সড়কে অন্তত ৩ হাজার যানবাহন চলাচল করে।

 

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

11h ago