প্রতিবাদী গানে চতুর্থ দিনে চবি শিক্ষার্থীদের আন্দোলন

চবি রেলস্টেশনে প্রতিবাদী গানের আয়োজন। ছবি: নাঈমুর রহমান/ স্টার

যৌন নিপীড়নের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

৪ দফা পূরণের দাবিতে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন বারোমাসির আয়োজনে আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে চবি রেলস্টেশনে প্রতিবাদী গানের আয়োজন করা হয়।

কুপি জ্বালিয়ে প্রশাসনকে বেধে দেওয়া ৪ দিনের কথা স্মরণ করিয়ে দেন তারা। ছবি: নাঈমুর রহমান/ স্টার

এ সময় কুপি জ্বালিয়ে প্রশাসনকে বেধে দেওয়া ৪ দিনের কথা স্মরণ করিয়ে দেন তারা। সামনের প্ল্যাকার্ডে লেখা ছিল 'আর মাত্র ৩দিন বাকি কিন্তু'।

আয়োজকদের একজন হাসিবুল হাসান ফাহিম বলেন, 'আজকে দোষীদের শুধু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের ৪ দফায় বলা ছিল, দোষীদের শাস্তি নিশ্চিত করার কথা। এ ছাড়া, আরও ৩টি দাবি আমাদের ছিল। সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব।'

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago