বিদ্যুৎ সংকট বেশি দিন থাকবে না: নসরুল হামিদ

নসরুল হামিদ
নসরুল হামিদ। ফাইল ছবি

দেশে বিদ্যুৎ সংকট বেশি দিন থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শুক্রবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে প্রতিমন্ত্রী এ কথা জানান।

চলমান বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা সবসময় বলে আসছি বর্তমান সংকট সাময়িক সময়ের জন্য। এ সমস্যা খুব বেশি দিন থাকবে না।'

প্রতিমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে ৪ হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

পোস্টে তিনি বলেন, 'আগামী কয়েক মাসের মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হয়ে যাবে। একইসঙ্গে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হলে ৪ হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে।'

বিদ্যুৎ সমস্যার জন্য তিনি দুঃখ প্রকাশের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন।

দেশব্যাপী শিডিউলভিত্তিক লোডশেডিংয়ের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে।

গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, 'আমরা ১ সপ্তাহের ডেটা দেখব। কোনো কোনো এলাকায় ১ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে। কোথাও কোথাও ৪ ঘণ্টাও লোডশেডিং হচ্ছে। এগুলো দেখার জন্য আমরা ১ সপ্তাহ সময় নিয়েছি। আমরা দেখব কোথায় কতটুকু লোডশেডিং করা দরকার, কীভাবে আমরা এটাকে আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারি।'

'সপ্তাহখানেক বা ১০ দিন হলেই, আমরা এটাকে ধীরে ধীরে ঠিক করে নিয়ে আসতে পারব,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

3h ago