সাভারে পথশিশুকে নির্যাতনের অভিযোগে আটক ১

সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভারে চুরির অভিযোগ তুলে পথশিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে ১ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নাসিম ইকবালকে আটক করেছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই শিকদার হারুন অর রশিদ বলেন, 'ভোরে চুরির অভিযোগ তুলে শিশুটিকে হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করে নাসিম ইকবাল, তোফাজ্জলসহ কয়েকজন।'

মারধরের এক পর্যায়ে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা শিশুটিকে ছেড়ে দেন। পরে আহত অবস্থায় শিশুটি বাসস্ট্যান্ড এলাকার ইউসুফ টাওয়ারের সামনে শুয়ে ছিল বলে জানান তিনি।

স্থানীয়রা শিশুটিকে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন দিলে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নির্যাতনের শিকার শিশুটি দ্য ডেইলি স্টারকে জানায়, অভিযুক্তরা সকালে তাদের বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে চোর অপবাদ দিয়ে হাত-পা বেঁধে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। বেলা ১০টার দিকে তাকে ছাড়া হয়।

চিকিৎসাধীন শিশুর বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়েমুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুটির শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি।'

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত সবাইকে আটক করা হবে।'

Comments

The Daily Star  | English

No active militant presence in Bangladesh: home adviser

The reports of suspected extremists' deportation from Malaysia shows no links to local terrorist networks, he says

1h ago