ডিসেম্বরের মধ্যে উত্তরা-আগারগাঁও মেট্রোরেল চালু হবে

মেট্রোরেলের টিএসসি ও বিজয় সরণি স্টেশন চালু ১৩ ডিসেম্বর
ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে বলে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন। আজ মঙ্গলবার একনেক মিটিংয়ে তারা এ তথ্য জানান।

মিটিং শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম সাংবাদিকদের বলেন, 'কমলাপুরে মেট্রোরেলের যেসব যাত্রী নামবেন তারা যেন বিমানবন্দর রেলস্টেশনে যেতে পারেন এ জন্য কানেটিং রেলের সুবিধা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিমানবন্দর রেলস্টেশন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার জন্য বিশেষ টানেল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।'

তিনি বলেন, 'এই টানেলের বিশেষ বৈশিষ্ট্য হবে কোনো ব্যক্তি টানেলে প্রবেশ করা মাত্র তাকে স্বয়ংক্রিয়ভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে।'

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, এবার হাওড় অঞ্চলে বন্যায় যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। এর জন্য এলজিইডি'র প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন হাওর এলাকায় রয়েছেন।  

ঢাকা ম্যাস র‌্যাপিড ডেভেলপমেন্ট (লাইন-৬) প্রকল্পের মূল মেয়াদ ছিল জুলাই ২০১২ থেকে জুন ২০২৪ পর্যন্ত। পরবর্তীতে তা ২০২৫ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

প্রকল্পের মূল বাজেট ছিল ২১ হাজার ৯৮৫ দশমিক শূন্য ৭ কোটি টাকা। আজ একনেকে তা বাড়িয়ে ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা পাস করা হয়েছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

1h ago