অনন্ত জলিলের আমন্ত্রণে আসেননি বেশিরভাগ তারকাশিল্পী

‘দিন: দ্য ডে’ সিনেমার পোস্টার

চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সিনেমা 'দিন: দ্য ডে' দেখতে দেশের ৭৪ জন তারকাশিল্পীকে আমন্ত্রণ জানালেও তাদের বেশিরভাগই আসেননি।

গতকাল সোমবার রাজধানীর যমুনা ব্লকবাস্টারে 'দিন: দ্য ডে' দেখতে ওই ৭৪ তারকাশিল্পীকে আমন্ত্রণ জানান অনন্ত জলিল। কিন্তু, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, শাহনূর, কেয়া, ডি এ তায়েব ও শিরিন শিলাসহ কয়েকজন অভিনয়শিল্পী সেখানে গিয়েছেন। আমন্ত্রিত তারকাশিল্পীদের বেশিরভাগই সেখানে যাননি।

এ বিষয়ে অনন্ত জলিল সাংবাদিকদের বলেন, 'সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, ব্যস্ততার অজুহাতে তারা আসেননি।'

'দিন: দ্য ডে' সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা। অনন্ত জলিলের দাবি, এই চলচ্চিত্রটি তৈরিতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা।

Comments

The Daily Star  | English
Medicine and healthcare cost rise in Bangladesh

Drugmakers hiring cross-discipline grads amid biomedicine expansion

Bangladesh’s pharmaceutical industry is undergoing a significant transformation, driven by young talent and innovation, according to pharmaceutical professionals. .The industry is shifting from chemical-based medicines to biomedicines, offering fresh graduates unique opportunities to shap

50m ago