‘দিন : দ্য ডে’ দেখবেন ৭৪ তারকাশিল্পী: অনন্ত জলিল

‘দিন: দ্য ডে’ সিনেমার পোস্টার

চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল জানিয়েছেন, এবার ঈদুল আজহায় তার ও চিত্রনায়িকা বর্ষা অভিনীত 'দিন: দ্য ডে' ছবিটি দেখবেন দেশের চলচ্চিত্র অঙ্গনের প্রথম সারির ৭৪ জন তারকাশিল্পী।

এ ব্যাপারে অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় যমুনা ব্লক বাস্টারে এই শিল্পীরা একযোগে সিনেমাটি উপভোগ করবেন।'

অনন্ত জলিলের ভাষ্য অনুসারে, এই শিল্পীদের তালিকায় আছেন- আলমগীর, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, উজ্জ্বল, রুবেল, ফেরদৌস, রিয়াজ, ববিতা, রোজিনা, সুচরিতা ও চম্পাসহ নতুন প্রজন্মের সিয়াম আহমেদ, আরিফিন শুভ, ইমন ও নিরবসহ আরও অনেকে।

এবার ঈদুল আজহায় সারাদেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত 'দনি: দ্য ডে' সিনেমাটি। অনন্ত জলিলের দাবি, এই চলচ্চিত্রটি তৈরিতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা।

Comments

The Daily Star  | English
Medicine and healthcare cost rise in Bangladesh

Drugmakers hiring cross-discipline grads amid biomedicine expansion

Bangladesh’s pharmaceutical industry is undergoing a significant transformation, driven by young talent and innovation, according to pharmaceutical professionals. .The industry is shifting from chemical-based medicines to biomedicines, offering fresh graduates unique opportunities to shap

37m ago