সার্ক ফোয়ারা এলাকায় বাসচাপায় রিকশা আরোহী নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর সার্ক ফোয়ারা এলাকায় পান্থকুঞ্জ পার্কের পাশের রাস্তায় বাসচাপায় রিকশা আরোহী আরিয়ান ইব্রাহীম বিশ্বাস নামে এক হোটেল ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক মো. জালাল আহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, ভোরে সোনারগাঁ হোটেলের সামনে রাস্তায় অজ্ঞাত একটি বাস একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশা আরোহী যুবক ছিটকে পড়ে গেলে তার ওপর দিয়ে চলে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এসআই আরও জানান, ঘাতক বাসটি ঘটনার পরপরই পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে জানা গেছে, তিনি পুরান ঢাকা থেকে রিকশাযোগে কারওয়ান বাজার যাচ্ছিলেন।

আরিয়ানের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। বাবার নাম সান্টু বিশ্বাস। বর্তমানে পুরান ঢাকার নাজিরাবাজারে মামা কবির হোসেনের কাছে থাকতেন।

নিহতের সহকর্মী মো. আব্দুল্লাহ ডেইলি স্টারকে জানান, নাজিরাবাজার চৌরাস্তায় 'আল বোখারী রেস্তোরা'য় ম্যানেজার হিসেবে দেড় বছর ধরে কাজ করছিলেন আরিয়ান। সম্প্রতি সৌদি আরব যাওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। ঈদের আগের দিন বাড়িতে গিয়েছিলেন। গত মঙ্গলবার আবার ঢাকায় ফিরে আসেন।

তিনি জানান, হোটেলের কাঁচামাল কিনতে ভোরে রিকশা নিয়ে কারওয়ান বাজার যাচ্ছিলেন আরিয়ান। পথেই দুর্ঘটনার শিকার হন।

Comments

The Daily Star  | English

Political alignment is key to a desirable future

This is the final instalment in a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

3h ago