ডমিঙ্গোর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপ

Russell Domingo
রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত হওয়ার পর প্রিয় সংস্করণ ওয়ানডেতে ঠিকই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আরেকটি ওয়ানডে সিরিজ শেষের আগে কোচের ভাবনার জগতে নেই ৫০ ওভারের ক্রিকেট। তিনি তাকিয়ে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খুবই রুগ্ন। প্রাথমিক রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর কোন রকমে মূল পর্বে পা রেখে একটিও ম্যাচ জেতেনি মাহমুদউল্লাহর দল।

সবচেয়ে বড় কথা টি-টোয়েন্টি সংস্করণের ভাষাটাই এখন রপ্ত করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের আগে জানালেন, ওয়ানডে নয় তাদের মূল ফোকাস এখন ২০ ওভারের ক্রিকেটকে ঘিরে,  'টি-টোয়েন্টি বিশ্বকাপটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এখন। ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে ১৫ মাসের মতো। অনেক ম্যাচও খেলব তার আগে। কাজেই আমাদের সব মনোযোগ থাকবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে।'

'টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো আমরা কোন ম্যাচ জিতিনি (মূল পর্বে)। প্রতিদ্বন্দ্বিতা করতে পারা হবে চ্যালেঞ্জের। এবার তীব্রভাবে কিছু ম্যাচ জিততে চাইব।'

টি-টোয়েন্টিতে এখনো জুতসই সমন্বয় খুঁজে পায়নি বাংলাদেশ। এই অবস্থায় বড় স্বপ্ন নেই। বাংলাদেশ কোচের তাকিয়ে মোটামুটি মানের ফলের দিকে। তিনি টের পাচ্ছেন আবার একই বেহাল দশা হলে তারা পড়বেন প্রবল সমালোচনার তোড়ে,  'বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলা লাগবে। স্কিলসেট আমাদের ভাল, বোলিং আক্রমণ ভাল। বিশ্বকাপের মতো আসরের চাপ সামলাতে হবে। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশে ক্রিকেটাররা চাপ অনুভব করে।'

'খারাপ করলে মিডিয়া, দর্শক সবাই কাটাছেঁড়া করবে। কাজেই এই চাপ সামলাতে হবে। সব মনোযোগ রাখতে হবে নিজেদের খেলায়।'

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

44m ago