মিরপুরের চেয়েও খারাপ উইকেট ছিল, বললেন তামিম

বল টার্ন করছে, আচমকা নিচু হয়ে নেমে যাচ্ছে, মন্থরতায় গ্রিপ করছে স্পিনারদের বল। খেলা গায়ানায় নাকি মিরপুরে এই নিয়ে খটকা লাগতে পারে যেকারো। নিজেদের শক্তির জায়গার সঙ্গে মিলে যাওয়ায় অনায়াসে ম্যাচ জেতার পর অধিনায়ক তামিম ইকবাল বললেন, উইকেট ছিল মিরপুরের চেয়েও খারাপ।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গায়ানার উইকেটই তুলনামূলক মন্থর। তবে দুই ওয়ানডেতে উইকেটের আচরণ ছিল মন্থরতম। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে আটকে বাংলাদেশ জিতে ৬ উইকেটে। দ্বিতীয় ওয়ানডেতে নিকোলাস পুরানরা গুটিয়ে যায় স্রেফ ১০৮ রানে। এবার অনায়াসে জয় আসে ৯ উইকেটে।

দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় তামিমের সঙ্গে লিটন দাসের বদলে ওপেন করতে নামেন শান্ত। ওয়ানডেতে খুবই বিবর্ণ শান্ত এদিন ৪৮ রানের জুটিতে করেন ২০ রান। আগের ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৩৭ রান। অনেক অনেক সুযোগের পর কতটা প্রতিদান দিচ্ছেন এই বাঁহাতি? এমন প্রশ্নের জবাবেই তামিম জানালেন যে উইকেটে খেলা হয়েছে তাতে কাউকে বিচার করা যায় না,  'শান্ত যতক্ষণ খেলেছে ভালো ব্যাট করেছে। সত্যি কথা বলতে এসব উইকেটে বিচার করা অনেক কঠিন। উইকেট খুব কঠিন ছিল। মিরপুরের চেয়েও বাজে উইকেট।  এ উইকেটে কোন ডেলিভারিতে আউট হয়ে যাবেন, আপনি জানেন না। এটা রিফ্লেক্ট করে দুইটা খালতেই। ১০০ আর ১৫০ রানের খেলা। এখানে কাউকে বিচার করতে চাই না। যতক্ষণ ব্যাট করেছে ভাল করেছে।'

প্রথম ম্যাচেই বাংলাদেশ বুঝে গিয়েছিল উইকেটে কি আছে। একাদশে পেসার তাসকিন আহমেদকে বসিয়ে খেলানো হয় অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। তামিম জানান, উইকেট দেখেই স্পিন শক্তি বাড়াতে চেয়েছিলেন তারা, 'তাসকিনের বাদ পড়াটা খুবই দুর্ভাগ্যজনক। ও খুবই ভালো বোলিং করছে। কিন্তু কাল (পরশু) যখন উইকেট দেখতে এলাম, আমাদের মনে হয়েছে দলে হয়তো একজন বাড়তি স্পিনার দরকার। সঙ্গে একটা বাড়তি ব্যাটসম্যান থাকলেও ভালো হয়। এই উইকেটে পর পর দুটি উইকেট হারানো যাবে না। বল খুব বেশি স্পিন করছিল। এ জন্যই পরিবর্তন। পুরোটাই কৌশলগত।'

Comments

The Daily Star  | English

Parking wealth under the Dubai sun

The city’s booming real estate has also been used by Bangladeshis as an offshore haven to park wealth for a big reason

9h ago