শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের জমায়েত। ছবি: বিবিসি

গণআন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আন্দোলনের কেন্দ্রভূমি গল ফেস গ্রিন থেকে প্রায় ২০ মিনিটের হাঁটাপথ দূরত্বে ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে ছোড়ে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস। ছবি: বিবিসির ভিডিও থেকে নেওয়া

ঘটনাস্থল থেকে বিবিসি'র সংবাদদাতারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ হচ্ছে। তাদের কেউ কেউ কার্যালয়ের ফটক ভাঙার চেষ্টা করছেন।

কেউ আবার নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে খালি বোতল ছুড়ছেন।

ধীরে ধীরে সমাবেশ বিস্তৃত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবি: বিবিসি

এতে আরও বলা হয়, আজ সকালে কলম্বোয় আন্দোলনকারীদের অবস্থান মোটামুটি শান্তিপূর্ণ ছিল। তারা বক্তৃতা ও স্লোগান দিচ্ছিলেন।

প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে বলেছেন, একটি সর্বদলীয় অন্তবর্তী সরকার গঠিত হলে তিনি পদত্যাগ করবেন।

কিন্তু অনেক বিক্ষোভকারী চাচ্ছেন প্রধানমন্ত্রী এখনই পদত্যাগ করুক।

সংবিধান অনুসারে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী ৩০ দিনের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এক বিক্ষোভকারী বুদ্ধি প্রাবধা করুণারত্নে সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'আমরা প্রবলভাবে গোতাবায়া-বিক্রমসিংহের সরকারের বিরোধিতা করছি।'

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago